শিরোনাম
শীতের ৮ গুরুতর সমস্যার সহজ সমাধান
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ১২:৫৩
শীতের ৮ গুরুতর সমস্যার সহজ সমাধান
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

শিরশিরে হাওয়া জানান দিচ্ছে শীত আসছে। আর শীতকালের সাথে আসে অসংখ্য সমস্যা। যেমন ত্বক শুষ্ক হয়ে যাওয়া থেকে ঠোঁট ফেটে যাওয়া। শীতের হিমেল পরশের সাথে এই ধরনের বিভিন্ন সমস্যা আগমন ঘটে। তবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আজ আপনাদের জন্য রইল শীতকালের এমন গুরুতর কিছু সমস্যার সহজ সমাধান।


> শীতকালে সব থেকে বড় সমস্যা ঠোঁট ফাঁটা। রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে ভালো করে লিপস্টিক লাগিয়ে নিন।লিপস্টিকের বদলে লিপ ক্রিম বা ভাল পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করতে পারেন।


> এই সময় মাথায় খুসকির সমস্যা অনেকটাই বেড়ে যায়।এই সমস্যা মেটাতে মাথায় নারকেল তেল দিয়ে মাসাজ করতে হবে।নারকেল তেল একই সঙ্গে ময়শ্চারাইজার এবং অ্যান্টি ভাইরাল এজেন্টের কাজ করে।


> শীতকালে আবহাওয়ার জন্য চুল সহজেই খাড়া হয়ে যায়।এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে ভেজা অবস্থায় হেয়ার স্প্রে চিরুনিতে লাগিয়ে চুল আঁচড়াতে হবে।


> শুষ্ক আবহাওয়ায় আমাদের ত্বক রুক্ষ এবং সহজেই ভঙ্গুর হয়ে যায়।এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে বডি অয়েল তো লাগাবেন। একই সাথেকয়েক দিন অন্তর ত্বক এক্সফলিয়েটও করতে হবে।ভাল কোনও এক্সফ্লিয়েটিং স্ক্রাবের সাহায্যে মরা কোষ তুলে ফেলুন।দেখবেন ত্বক অনেকটাই নরম আর উজ্জ্বল দেখাবে।


> এই সময় আমাদের ত্বক এমনিতেই শুষ্ক হয়ে যায়।এর উপর ফাউন্ডেশন লাগালে ছোপ ছোপ দাগ ফুটে উঠবে মুখে।এই সমস্যা এড়াতে মেক আপ করার আগে যথেষ্ট পরিমাণ ময়শ্চারাইজার লাগিয়ে নিন।


> শীতকালে আমাদের ত্বক অনেকটাই ম্লান এবং রক্তশূন্য দেখায়।এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে ভালো করে মরশুমি ফল ও সব্জি বেশি করে খান।একই সঙ্গে ব্লাশারের সাহায্য নিন।


> শীতের সময় মুখে কালো ছোপ পড়ে যায়। একবারের জন্যেও ভাববেন না সানস্ক্রিন শুধুমাত্র গরম কালে ব্যবহার করতে হয়।শীতকালে কিন্তু সূর্যের তেজ অনেকটাই বেশি থাকে। বাড়ি থেকে বেরনোর ৩০ মিনিট আগে সানস্ক্রিন লাগান।বাইরে বেশিক্ষণ থাকলে মাঝে মাঝেই রি-অ্যাপ্লাই করুন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com