
আজ (১০ ফেব্রুয়ারি) ‘টেডি ডে’। ভালোবাসার সপ্তাহের চতুর্থ দিন। প্রেমিক-প্রেমিকা বা প্রিয় মানুষকে ভালোবাসার উপহার হিসেবে দারুণ জনপ্রিয় টেডি বিয়ার উপহার দেয়ার দিন আজ। সমগ্র বিশ্বে দিবসটি স্বীকৃত ‘টেডি ডে’ হিসেবে।
টেডি ডে এর ইতিহাস এখনও অজানা। বলা হয়ে থাকে, মার্কিন প্রেসিডেন্ট থিওডোর ‘টেডি’ রুজভেল্টের নামে টেডি ডে এর নামকরণ করা হয়। তিনি নাকি একবার ভাল্লুক শিকারে জঙ্গলে যান। আর তখন একটি টেডি বিয়ার দেখে তিনি আর প্রাণীটিকে শিকার করতে পারেননি। এরপর থেকেই বিশ্বব্যাপী এই দিনটি উদযাপন করা হয়ে থাকে।
প্রতি বছর, দম্পতি এবং তরুণরা তাদের প্রিয়জনকে টেডি বিয়ার দিয়ে ভ্যালেন্টাইনস সপ্তাহ উদযাপন করে। টেডি বিয়ার স্নেহের প্রতীক। এই দিনে আপনি টেডি বিয়ারের গায়ে আপনার ও আপনার প্রিয়জনের ছবি লাগাতে পারেন। এরপর সেটি দিয়ে পুরো বাড়িটি সাজাতে পারেন। এটি হয়ে যাবে আপনার প্রিয়জনকে খুশি করার একটি আকর্ষণীয় উপায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]