
কথায় আছে, সুন্দর মুখের জয় সর্বত্র। সুন্দর ত্বকও নজর কাড়তে জানে। কিন্তু ভাবুন তো, সুন্দর মুখ দেখে যখন পায়ের দিকে নজর গেল, তখন চোখে পড়ল খড়ি ফাটা, রুক্ষ, রোদে পুড়ে কালচে হয়ে যাওয়া ত্বক।
তা হলে কি ‘ইমপ্রেসন’ বজায় থাকবে? বিশেষ করে শীতকালের শুষ্ক আবহাওয়ায় পা বেশি রুক্ষ দেখায়, কালচে ভাবও চোখে পড়ে বেশি। পা সুন্দর দেখাবেন কী ভাবে?
মুখে যেমন উজ্জ্বল ত্বকের জন্য মৃতকোষ দূর করার দরকার হয়, ঠিক তেমনই পায়ের জন্যও দরকার এক্সফলিয়েটর বা স্ক্রাবার।
কীভাবে সেই স্ক্রাবার বানাবেন?
বাড়িতে হাতের কাছে থাকা উপাদানেই পায়ের স্ক্রাবার বানিয়ে ফেলতে পারেন। তাতে পায়ের ত্বক মসৃণ তো হবেই। পায়ের পাতা দেখতেও লাহবে সুন্দর।
উপকরণ
গোলাপ জল- ১ চা চামচ, সি সল্ট- আধ কাপ, এক মুঠো পুদিনা পাতা কুচনো, চারটি গোলাপ ফুলের পাঁপড়ি, এক চা চামচ অলিভ অয়েল, ঠান্ডা পানি।
কীভাবে বানাবেন?
সি সল্ট ও গোলাপ জল অল্প ঠান্ডা জলে মেশান| দেখবেন সি সল্ট যেন গলে না যায়। এ বার এতে কুচনো পুদিনা পাতা ও গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে নিন। ওই মিশ্রণে ১ চা চামচ অলিভ অয়েল মেশান। দেখতে হবে মিশ্রণ যেন বেশি পাতলা না হয়ে যায় আবার খুব গাঢ়ও না হয়। ঘনত্ব থাকবে বাজার চলতি স্ক্রাবারের মতোই। থকথকে।
কীভাবে ব্যবহার করবেন?
এ বার পা অল্প ঠান্ডা জলে ভিজিয়ে নিন। মিশ্রণটি ভালো করে পায়ের পাতায় ও গোড়ালিতে ঘষুন। দু’পায়ে অন্তত ১৫ মিনিট ঘষতে হবে আলগা হাতে। ১৫ মিনিট পরে আরও কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে বার তিনেক এমনটা করতে পারলেই পা হয়ে উঠবে সুন্দর ও গরমেও ট্যান ফ্রি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]