
পঞ্চগড়ে দিগন্ত মাঠ জুড়ে বইছে বোরো ধান ক্ষেতে সবুজের সমারোহ। তিনদিন ধরে আকাশের বৃষ্টি হওয়ায় বোরো ক্ষেতগুলো সতেজ হয়ে উঠেছে সবুজ মাঠের বোরো ক্ষেত দেখে কৃষকদের মুখে আনন্দের হাসি।
সরেজমিনে দেখা যায়, উপজেলাগুলোতে বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ধানের ক্ষেতগুলোতে যেন সবুজ রংয়ের দোল খাচ্ছে। সবুজ রংয়ের ধান ক্ষেতগুলো রৌদ্রে চিক চিক করছে। অনেক জায়গায় কৃষকরা তাদের ধান ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
অমরদাস গ্রামের কৃষক সাত্তার ও ছলেমান জানান, চলতি বোরো মৌসুমে কৃষকদের উৎপাদন খরচ আগের চেয়ে খুব বেশি না হওয়াই তারা খুব খুশি। সেচ বাবদ খরচ কিছুটা বেশি হলেও এখন পর্যন্ত ক্ষেতে রোগ বালাই অনেকটায় কম। তাই বালাই নাশকের ব্যবহারও অনেক কমে গেছে এমনটাই বললেন আরো অনেক কৃষক।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫০ হাজার ৮শত হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার কৃষকদের বীজতলা নিয়ে প্রাকৃতিক দুর্যোগে পরতে হয়নি। ফলে ধান রোপণের উপর কোন প্রভাব পড়েনি এখানকার কৃষকদের।
বোদা উপজেলা কৃষি অফিসার জানান, শীত মৌসুমে কৃষকদের বীজতলা নিয়ে প্রাকৃতিক দুর্যোগে পড়তে হয়নি। যথাসময়ে কৃষকরা বোরো চারা রোপণ করতে পেরেছে। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন রোগবালাই ও পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়ে আসছে । উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করলেন তিনি।
বিবার্তা/দোলন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]