শিরোনাম
নারী পুরুষের যেসব তথ্য জানা দরকার
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৬, ১৩:০৫
নারী পুরুষের যেসব তথ্য জানা দরকার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
১. মেয়েরা প্রেম করে সুন্দর ছেলে দেখে আর বিয়ে করে প্রতিষ্ঠিত ছেলে দেখে।


২. পুরুষ জীবনে স্বেচ্ছায় একটিই ভুল সিদ্ধান্ত নেয়, সেটা হলো বিয়ে করা। আর নারী সারাজীবনে একটি সঠিক সিদ্ধান্ত নেয়, তা হলো বিয়ের পিঁড়িতে বসা।


৩. নারীরা বিয়ের সময় এই ভেবে কাঁদে যে, তার আসল রূপটি যেন হবু স্বামী বুঝতে না পারে। আর পুরুষ বিয়ের সময় এই ভেবে হাসে যে, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কেঁদে আর লাভ কী?


৪. পুরুষকে সবচেয়ে বেশি সন্দেহ করে তার বিবাহিত স্ত্রী। আর নারীকে সবচেয়ে বেশি সন্দেহ করে তার প্রেমিক।


৫. নারী ও পুরুষের সবচেয়ে বড় মিল হলো বিয়ের পর তারা একসঙ্গে থাকে। আর নারী ও পুরুষের অমিল হলো বিয়ের পর নারী সংসারে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ চায়। পুরুষও গণতন্ত্র চায় না, শুধু শান্তি চায়।


৬. একজন নারী একসঙ্গে ক'টি প্রেম করে, তা বুঝতে দেয় না। আর সম্ভবত সবচেয়ে বেশিসংখ্যক পুরুষই প্রেমহীন জীবন কাটায়।


৭. কোনো পুরুষের কাছে প্রথম প্রেমের প্রস্তাব পাওয়ার পর নারী প্রচণ্ড রাগ রাগ ভাব দেখায়; কিন্তু বাস্তবে এর চেয়ে বেশি খুশি আর সে কোনোদিন হয় না।


৮. নারী জানে যে, তার প্রেমিক তাকে যেসব প্রতিশ্রুতি দেয় তার সবই অলীক কল্পনা এবং সেসবের অধিকাংশই কোনোদিন পূরণ করতে পারবে না। তারপরও নারীরা প্রেম করার সময় তার প্রেমিকের কাছে এ রকম প্রতিশ্রুতিই বেশি বেশি আশা করে।


৯. দুজন সুন্দরী নারী আড্ডা দেয়ার সময় অনেক গোপন বিষয় একে অপরের কাছে ফাঁস করে দেয়, এমনকি পোশাকেরও প্রশংসা করে। কিন্তু তারা ভুল করেও একে অপরের রূপের প্রশংসা করে না।


১০. একজন নারী তার জীবনের সিংহভাগ সময় রান্নাঘরে কাটিয়ে দেয়, তারপরও অধিকাংশ পুরুষের অভিযোগ, তার স্ত্রীর হাতের রান্না খাওয়া যায় না।


১১. অধিকাংশ পুরুষ কষ্ট করে পড়াশোনা করে এই ভেবে যে, সে একটি ভালো চাকরি পাবে। আর অধিকাংশ নারী কষ্ট করে পড়াশোনা করে এই ভেবে যে, সে ভালো একটি স্বামী পাবে।


১২. মেয়েরা কচু পাতার উপর পানির মত, একটু নড়লেই ছিটকে পড়ে আর ছেলেরা ফেভিকল গামের মত, লাগলে আর ছাড়ে না।


১৩. পুরুষের কথায় আদেশ বেশি থাকে, আর মেয়েরা সোজা না বলে কথা ঘুরিয়ে বলে।


১৪. পুরুষের ভাষা অনেক তথ্যসমৃদ্ধ হয়ে থাকে, আর মেয়েরা আবেগময় কথা বেশি বলে।


১৫. পুরুষের ভাষা আদেশমূলক হয়, আর মেয়েরা ন্যাকামো বেশি করে, সহজ কথাকে কঠিন করে বলে।


১৬. ছেলেরা আত্মবিশ্বাসী আর মেয়েরা সমঝোতায় বিশ্বাসী।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com