
বসন্ত উদযাপন উপলক্ষ্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘দেখা পেলেম ফাল্গুনে’ শিরোনামে দুই দিনব্যাপী এক মেলার আয়োজন করতে যাচ্ছে শান্তিবাড়ি।
নারীদের ঘিরে বহুমুখী কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এই আয়োজনটি আগামী ২-৩ ফেব্রুয়ারি, ২০২৪ (শুক্র ও শনিবার) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শান্তিবাড়ির কার্যালয়ে (৩/১ ব্লক-এফ, ফ্ল্যাট-৫-এ, লালমাটিয়া, ঢাকা) অনুষ্ঠিত হবে।
‘দেখা পেলেম ফাল্গুনে’ শান্তিবাড়িতে বসন্তের মেলায় অংশ নিবেন ১২ জন নারী উদ্যোক্তা, তাদের বৈচিত্র্যময় ও সৃষ্টিশীল সব পণ্যের পসরা নিয়ে। এবারের মেলায় নির্বাচন করা হবে সেরা স্টল। আর সেরা স্টলের উদ্যোক্তার জন্য থাকবে বিশেষ চমক উপহার। এছাড়া মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় থাকবেন বিশিষ্ট ফটোগ্রাফার Black Sail, তিনি উদ্যোক্তাদের স্টল ও আগত অতিথিদের ছবি তুলে দিবেন।
শান্তিবাড়ির বসন্ত উদযাপনে ‘দেখা পেলেম ফাল্গুনে’ যারা অংশগ্রহণ করছেন-
এথনিক হ্যারিটেজ, দ্যা ট্রোভ, সিন্ধু, পাতাবাহার, সুতন্তু, অরুম বাংলাদেশ, অণূভা’স, রঙদারু, আপোনিয়া, ক তে কাপড়, তোরঙ, দেশী বুনন।
আয়োজনটিকে আরও সমৃদ্ধ করার জন্য ‘দেখা পেলেম ফাল্গুনে’ সবাইকে সবান্ধব উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান শান্তিবাড়ির প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুমাইয়া তাবাসসুম।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]