গরুর মাংসের রেজালা তৈরির সহজ রেসিপি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১৮:২৬
গরুর মাংসের রেজালা তৈরির সহজ রেসিপি
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

কোরবানির ঈদে মাংস দিয়ে তৈরি নানা পদ থাকে আমাদের আয়োজনের তালিকায়। উৎসবের আয়োজনে কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন গরুর মাংসের রেজালা। সঠিক রেসিপি জানা থাকলে আপনার রান্না খেয়ে প্রশংসা করবে সবাই। চলুন তবে জেনে নেওয়া যাক গরুর মাংসের রেজালা তৈরির সহজ রেসিপি-


তৈরি করতে যা লাগবে


মাংস- ১ কেজি


টক দই- ১ কাপ


পেঁয়াজ কুচি- ২ কাপ


ADVERTISEMENT


আদা বাটা- ২ টেবিল চামচ


রসুন বাটা- ১ টেবিল চামচ


জয়ফল বাটা- আধা চা চামচ


জয়ত্রী বাটা- আধা চা চামচ


শুকনা মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ


হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ


জিরা গুঁড়া- ১ টেবিল চামচ


ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ


টমেটো কুচি- ১ কাপ


তেল- ১৫০ গ্রাম


এলাচ- ৮টি


দারুচিনি- ২ টুকরা


গরম মসলা গুঁড়া- ১ চা চামচ


লবণ- পরিমাণ মতো


কাঁচা মরিচ- ১০টি


ঘি- ২ টেবিল চামচ।


যেভাবে তৈরি করবেন


টমেটো, কাঁচা মরিচ ও ঘি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে রেখে দিন ঘণ্টাখানেক।


এরপর একটি হাঁড়িতে মেখে রাখা মাংস দিয়ে ঢেকে মৃদু আঁচে ৪৫ মিনিট ধরে রান্না করুন।


মাঝে মাঝে ভালো করে নেড়ে দিন।


মাংসের উপরে তেল ভেসে উঠলে টমেটো দিয়ে কষান আরও ৫ মিনিট।


২ কাপ গরম পানি মিশিয়ে ভালোভাবে রান্না করুন আরও ২০ থেকে ২৫ মিনিট।


আবারও মাংসের উপরে তেল উঠে এলে কাঁচা মরিচ ও ঘি দিয়ে দিন।


এরপর হালকা আঁচে রাখুন আরও ১৫ থেকে ২০ মিনিট। নামিয়ে গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com