মেকআপ যে পদ্ধতিতে তুললে ত্বকের ক্ষতি হবে না
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০৮:৫২
মেকআপ যে পদ্ধতিতে তুললে ত্বকের ক্ষতি হবে না
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

অফিস পার্টি হোক কিংবা বিয়েবাড়ি, যে কোনও অনুষ্ঠানে যাওয়ার আগেই নিঁখুত ভাবে মেকআপ করতে অনেকেই পছন্দ করেন। তবে যতটা যত্ন নিয়ে আমরা মেকআপ করি, মেকআপ তোলার সময়ে আমরা ততটাই অবহেলা করি! বেশি ক্ষণ মেকআপ করে রাখা ত্বকের পক্ষে মোটেই ভাল নয়।


মেকআপ না তুলে ঘুমাতে গেলে ত্বকে কিন্তু ব্রণ, ফুসকুড়ি অবধারিত। সেই সঙ্গে বলিরেখা পড়ার আশঙ্কাও থেকে যায়।


মেকআপ রিমুভার ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়েই তুলতে পারেন, কিন্তু কীভাবে আসুন জেনে নেই।


১) হাতের কাছে অলিভ অয়েল থাকলে চিন্তা নেই। অলিভ অয়েল তুলোয় লাগিয়ে মুখে ঘষে নিন। সব মেকআপ উঠে আসবে। এরপর গরম জলের ভাপ নিতে পারলে আরও ভাল। এতে ত্বক ভাল থাকবে।


২) এক চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে এক চামচ অ্যালো ভেরা জেল খুব ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মেকআপ তুলতে ব্যবহার করুন। অ্যালো ভেরা জেল ত্বককে যে কোনও প্রকার প্রদাহ থেকে রক্ষা করবে। ত্বকের জেল্লাও ফেরাবে।


৩) কাঁচা দুধ খুব ভাল ক্লিনজারের কাজ করে। দুধে থাকে ভিটামিন, ক্যালশিয়াম, ফ্যাট, প্রোটিন, যা ত্বকের জন্যও খুব ভাল। কাঁচা দুধে তুলো ভিজিয়ে মেকআপ পরিষ্কার করে নিতেই পারেন। ত্বক পরিষ্কারও হবে, ত্বকের রুক্ষতাও দূর হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com