শিরোনাম
রাজধানীর লেকহেড স্কুল খোলার রায় স্থগিত
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৭, ১৬:০৫
রাজধানীর লেকহেড স্কুল খোলার রায় স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে হাই কোর্টের দেয়া রায় রবিবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।


বুধবার ওই রায় স্থগিতে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীদের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ।


মাহবুবে আলম বলেন, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে লেকহেড গ্রামার স্কুল সরকার বন্ধ করে দিয়েছিল। স্কুলটির মালিক ও কয়েকজন অভিভাবকের করা রিট আবেদনে বুধবার হাই কোর্ট ২৪ ঘণ্টার মধ্যে স্কুলটি খুলে দেয়ার রায় দিয়েছিল।


তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম, ওই রায়ের বিরুদ্ধে আমরা আপিলে যাব। চেম্বার আদালত বুধবার শুনানি করে রবিবার পর্যন্ত হাই কোর্টের রায় স্থগিত করে দিয়েছে।চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রবিবারই আপিলে এর শুনানি হতে পারে।


জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেয়াসহ কয়েকটি অভিযোগে গত ৬ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় ঢাকায় লেকহেড গ্রামার স্কুল বন্ধের নির্দেশ দেয়।


ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী পরদিন ওই স্কুলে গিয়ে সিলগালা করে দেন। সেদিন তিনি বলেন, স্কুলটি কোনো ধরনের কার্যক্রম চালালে তা শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হবে।


ওই স্কুলের মালিক খালেদ হাসান মতিন এবং ১২ শিক্ষার্থীর অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ের ওই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টে যায়। তাদের দুটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ গত ৯ নভেম্বর রুল জারি করে।


লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমণ্ডি শাখা বন্ধের আদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, কেন স্কুলের মালিককে স্কুল খোলা ও পরিচালনা করতে দেয়ার জন্য বিবাদীদের নির্দেশ দেয়া হবে না এবং কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া স্কুলের শিক্ষার্থীদের সকল ধরনের শিক্ষা কার্যক্রম চালু রাখতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।


শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ঢাকার জেলা প্রশাসক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়রম্যানকে এর জবাব দিতে বলা হয়।


সেই ধারাবাহিকতায় সোমবার হাই কোর্টে রুলের ওপর শুনানি হয়। এরপর মঙ্গলবার রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে স্কুলটি খুলে দেয়ার রায় দেয় হাই কোর্ট। কিন্তু রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে ওই রায় স্থগিত হয়ে যায়।


বিবার্তা/সোহাগ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com