শিরোনাম
পল্লবীর বিহারি ক্যাম্পের উচ্ছেদ বন্ধে হাইকোর্টের স্থগিতাদেশ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৭, ২০:০৭
পল্লবীর বিহারি ক্যাম্পের উচ্ছেদ বন্ধে হাইকোর্টের স্থগিতাদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পগুলোতে উচ্ছেদ বন্ধে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশ দেন।


রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী তাসলিমা ইয়াসমিন জানান, আগামী ২৪ আগস্ট পর্যন্ত রাজধানীর পল্লবীর ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ড ও মিরপুর সেকশন ১০, ১১ ও ১২-তে অবস্থিত উর্দুভাষীদের ক্যাম্পের উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।


সেইসঙ্গে উর্দুভাষীদের উচ্ছেদের আগে কেন পুনর্বাসন করা হবে না- সে বিষয়ে রুল জারি করা হয়। দুই সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ২২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।


সম্প্রতি মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালালে উর্দুভাষী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম, মো. জীবন ও নাদের ইসলাম উচ্ছেদ অভিযানকে অবৈধ চ্যালেঞ্জ করে গত ৬ই আগস্ট আদালতে রিট আবেদন করেন।


তাদের অভিযোগ, বিনা নোটিশে ও পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ অভিযান চালাচ্ছে সিটি করপোরেশন।


এই রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন'র সভাপতি জায়নুল আবেদীন, হাফিজুর রহমান খান ও আইনজীবী তাসলিমা ইয়াসমিন।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com