শিরোনাম
ভারতীয় চ্যানেল: আপিল শুনানি ২২ অক্টোবর
প্রকাশ : ২১ জুন ২০১৭, ১১:৫৭
ভারতীয় চ্যানেল: আপিল শুনানি ২২ অক্টোবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে ভারতীয় তিন টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।


বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য দিন ধার্য করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী একলাস উদ্দিন ভূইয়া।


এর আগে, গত ২০ ফেব্রুয়ারি ভারতীয় তিনটি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেন আইনজীবী একলাস উদ্দিন ভূইয়া।


গত ২৯ জানুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ ভারতীয় চ্যানেল বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন।


২০১৪ সালের জুলাই মাসে রোজার ঈদকে সামনে রেখে স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের পাখি চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে বাংলাদেশে অনেকে আত্মহত্যা করে। এ নিয়ে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সেসব সংবাদ যুক্ত করে ওই বছরের আগস্ট মাসে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করেন আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৪ সালের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com