ক্ষমা পেলেন কক্সবাজারের জেলা জজ, ৯ জনের জামিন বাতিলে রুল
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১১:৫৪
ক্ষমা পেলেন কক্সবাজারের জেলা জজ, ৯ জনের জামিন বাতিলে রুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে পার পেলেন কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইল। ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। একইসাথে নিয়ম ভেঙে তার দেয়া ৯ আসামির জামিন কেন বাতিল হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


বৃহস্পতিবার সকালে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে জেলা জজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট এস এম আমজাদুল হক, অ্যাডভোকেট সাকিল আহমাদ।


এ সময় আদালত উষ্মা প্রকাশ করে বলেন, বিষয়টি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় বিচার বিভাগের শৃঙ্খলা নষ্ট হয়েছে, হাইকোর্টও বিব্রত। আইন না মেনে চললে বিচার বিভাগের সাথে বিচারকরাও ক্ষতিগ্রস্থ হন। বিচারের ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিৎ নয়। এতে করে পুরো বিচার বিভাগের ওপর প্রশ্ন উঠে।


পরে আদালত থেকে বের হয়ে জেলা জজ মোহাম্মদ ইসমাইল সাংবাদিকদের বলেন, ভুল হয়েছে বলেই ক্ষমা চেয়েছেন তিনি।


আইনশৃঙ্খলা বিঘ্নতার অভিযোগে করা মামলায় ৯ আসামিকে নিয়ম ভেঙে জামিন দেয়ার ঘটনায় কক্সবাজার জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে গত ১৬ জুলাই হাইকোর্টে তলব করা হয়েছিল।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com