
কিশোরী মেয়েকে ধর্ষণের অপরাধে রাজধানীর কেরানীগঞ্জের নূরে আলম ফকির (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শাহরিয়ার কবির এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ছয়জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেন বিচারক।
জানা গেছে, মেয়েকে নিয়ে কেরানীগঞ্জ এলাকায় থাকতেন নূরে আলম। স্ত্রী বিদেশে থাকাবস্থায় ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি বাসায় মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার দুদিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাবার বিরুদ্ধে মামলা করে মেয়েটি। ঘটনার তদন্তে নেমে তাকে গ্রেফতার করে পুলিশ।
পরে আদালতে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে তিনি জবানবন্দি দেন। একই বছরের ৩০ অগাস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফোরকান বলেন, রায়ে আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]