প্যারিসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পর্যটক নিহত
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৬:০৫
প্যারিসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পর্যটক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ছুরি ও হাতুড়ি নিয়ে হামলায় একজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। স্থানীয় সময় ২ ডিসেম্বর, শনিবার সন্ধ্যা ৭টার দিকে আইফেল টাওয়ার থেকে ১৫ মিনিটের দূরত্বে কাই দ্য গ্রেনেলা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।


ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, শনিবার রাতে একজন হামলাকারী আইফেল টাওয়ারের কাছে অবস্থিত কোয়াই ডি গ্রেনেলের আশপাশে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি ছুরি ও হাতুড়ি নিয়ে পর্যটকদের ওপর হামলা করেন। এতে এক জার্মান নাগরিক নিহত হন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার ঘটনার পরপরই ২৬ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি ফরাসি নাগরিক।


জেরাল্ড আরো জানান, অন্য একটি হামলার পরিকল্পনার দায়ে এই সন্দেহভাজন ব্যক্তির ২০১৬ সালে চার বছরের কারাদণ্ড হয়েছিল। তিনি ফরাসি নিরাপত্তা সংস্থার নজরদারির তালিকায় (ওয়াচ লিস্ট) ছিলেন। তাঁর মানসিক ব্যাধি থাকার কথাও জানা যায়।


ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত জার্মান পর্যটকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি শনিবার এ কথা জানান।


সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) তিনি বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে দ্রুতই আটক করা হয়েছে। এখন তার বিচার চলবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com