গাজা উপত্যকায় নেতানিয়াহু, যুদ্ধ অব্যাহত রাখার হুমকি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০১:৫৪
গাজা উপত্যকায় নেতানিয়াহু, যুদ্ধ অব্যাহত রাখার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলার তৃতীয়দিন রবিবার (২৬ নভেম্বর) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।


গাজার দক্ষিণাঞ্চলে যান বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে দখলদার সেনাদের সঙ্গে দেখা করে নেতানিয়াহু হুমকি দেন, গাজায় যুদ্ধ অব্যাহত রাখবেন তারা।


ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর নেতানিয়াহুর গাজায় যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে— তিনি সেনাদের উদ্দেশ্যে বলছেন, ‘জিম্মিদের ফিরিয়ে আনতে আমরা সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তাদের ফিরিয়ে আনব।’


‘এ যুদ্ধে আমাদের তিনটি লক্ষ্য: হামাসকে নির্মূল করা, সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং নিশ্চিত করা গাজা ইসরায়েলের জন্য আর হুমকি হয়ে দাঁড়াবে না।’


তিনি আরও বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, বিজয়ের আগ পর্যন্ত, কোনো কিছু আমাদের থামাতে পারবে না এবং আমাদের আত্মবিশ্বাস আছে আমাদের সেই শক্তি, সামর্থ্য আছে। আমাদের ইচ্ছা এবং দৃঢ়তা আছে সব লক্ষ্য অর্জনের এবং আমরা অর্জন করবও।’


দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর আরও জানিয়েছে, হামাসের একটি সুড়ঙ্গে গিয়েছিলেন নেতানিয়াহু।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০০৫ সালের পর নেতানিয়াহু প্রধান ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে গাজায় প্রবেশ করেছেন। সংবাদমাধ্যমটি বলেছে, সাধারণ ইসরায়েলিদের দেখাতেই মূলত গাজায় ঢুকেছেন যুদ্ধাপরাধের অভিযোগ ওঠা নেতানিয়াহু।


রোববার নেতানিয়াহুর সঙ্গে গাজায় গিয়েছিলেন ইসরায়েলের চিফ অব স্টাফ তাজাখি ব্রাভারম্যান, জাতীয় নিরাপত্তা পরামর্শক তাজাখি হানেগবি, তার সামরিক সচিব মেজর জেনারেল আভি গিল এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপপ্রধান মেজর জেনারেল আমির বারাম।


সূত্র: টাইমস অব ইসরায়েল


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com