পাকিস্তান নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি পিটিআই'এর
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ২২:৪৮
পাকিস্তান নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি পিটিআই'এর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতাকারী সব পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিত করণের দাবিতে পাকিস্তানের নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল।


পিটিআই দলের এক মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এ আহ্ববান জানানো হয়।


আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কেন্দ্রীয় এবং প্রাদেশিক অন্তর্বর্তীকালীন সরকারগুলোর কাছে প্রধান নির্বাচন কমিশনার যে চিঠি পাঠিয়েছেন, তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন পিটিআই দলের মুখপাত্র।


পিটিআই মনে করে, এসব চিঠি কোনো কাজে আসেনি বরং দলটির নেতা ও সমর্থকদের ওপর এখনো দমন-পীড়ন অব্যাহত রয়েছে।


দলটির দাবি, পাকিস্তানের নির্বাচন কমিশন যেন এ ব্যাপারে তাদের সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করে কার্যকর, বাস্তবসম্মত ও দৃঢ় পদক্ষেপ নেয়।


পিটিআই মুখপাত্র দাবি করেন, পাকিস্তান ভয়াবহ রকমের সাংবিধানিক ও আইনি সংকটের মধ্যে আছে। তিনি মনে করেন, চিঠি না পাঠিয়ে এ ব্যাপারে নির্বাচন কমিশনের সুদৃঢ় পদক্ষেপ জরুরি।


পিটিআইয়ের ওই মুখপাত্র আরও অভিযোগ করেন, দলটি কোথাও রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে না। এ ছাড়া ইমরান খানসহ বেশির ভাগ পিটিআই নেতার সংবাদ প্রচারও নিষিদ্ধ।


বিবার্তা/মাসুদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com