চীনে রহস্যময় নিউমোনিয়া: সতর্কতা জারি ভারতে
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ২১:৩৭
চীনে রহস্যময় নিউমোনিয়া: সতর্কতা জারি ভারতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া ‘রহস্যময় নিউমোনিয়া’ নিয়ে ভারতের রাজ্যগুলোকে সতর্কবার্তা পাঠিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।


২৬ নভেম্বর, রবিবার এক সতর্কবার্তায় দেশের হাসপাতালগুলোর পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে।


ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণাল্যের তরফে রাজ্যগুলোকে খুব দ্রুত হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই ধরনের নিউমোনিয়ার কোনো লক্ষণ ভারতে দেখা গেলে তা মোকাবেলায় প্রস্তুতি থাকতে বলা হয়েছে। এছাড়া রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দিতেও নির্দেশনা দেয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে সরকার।


কেন্দ্র থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, হাসপাতালে উপযুক্ত সংখ্যায় শয্যা, ওষুধপত্র, ইনফ্লুয়েঞ্জার টিকা, অক্সিজেন, এন্টিবায়োটিক, ভেন্টিলেটর, স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম ইত্যাদি প্রস্তুত রাখতে হবে। যাতে যে কোনো জরুরি পরিস্থিতির সহজেই মোকাবিলা করা যায়।


বিশেষত শিশুদের অসুস্থতার উপর বাড়তি নজর দিতে বলেছে ভারত। নির্দেশনা অনুযায়ী ইনফ্লুয়েঞ্জার মতো জ্বর, সর্দি-কাশির উপসর্গের নিয়মিত আপডেট সরকারি পোর্টালে আপলোড করতে হবে। গুরুতর শ্বাসকষ্টের সমস্যা থাকলে সেই রোগীর কফ, থুতুর নমুনা গবেষণাগারে পাঠাতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।


প্রসঙ্গত, গত ১২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তারা জানিয়েছিলেন, দেশজুড়ে এই রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।


এসময় করোনাকালে জনগণ যেসব বিধিনিষেধ মেনে চলতেন, অজানা এই নিউমোনিয়া ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের জনগণদের সেসব বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তারা।পরে রোগটি নিয়ে চীনের কাছে বিশদ তথ্য চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com