মিয়ানমারে ৫০ হাজার বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত: জাতিসংঘ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১৮:৩৫
মিয়ানমারে ৫০ হাজার বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সপ্তাহ দুই আগে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করলে মিয়ানমারের উত্তরাঞ্চলে লড়াই শুরু হয়। এতে প্রায় ৫০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।


১০ নভেম্বর, শুক্রবার জাতিসংঘ একথা জানায়।


জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কের কার্যালয় এক আপডেটে বলেছে, ‘৯ নভেম্বর পর্যন্ত উত্তরাঞ্চলীয় শানে প্রায় ৫০ হাজার লোককে বাস্তুচ্যুত হতে বাধ্য করা হয়েছে।’ খবর এএফপি’র।


প্রতিবেদনে এএফপি জানায়, মিয়ানমারের শান প্রদেশের চীন সীমান্তে গত দুই সপ্তাহে সংঘাত বেড়েছে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো জান্তা সরকার সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে ধারণা বিশ্লেষকদের।


চীন সীমান্তে থাকা বেশ কয়েকটি সামরিক চেকপোস্ট দখল করার দাবি জানিয়েছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও আরাকান আর্মি (এএ)। এর মাধ্যমে চীনের সঙ্গে দেশটির বাণিজ্যিক রুটগুলো বন্ধ হয়ে গেছে বলে দাবি তাদের।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com