তীব্র খাদ্য সংকটের মুখে গাজা
জিম্মির বিনিময় যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল: নেতানিয়াহু
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১১:৫৩
জিম্মির বিনিময় যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজায় আর মাত্র পাঁচ দিনের খাবার মজুত আছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। এদিকে হামাসের হাতে জিম্মি ২৪০ জনের ফিরে না আসা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


২৪ ঘণ্টার কম সময়ে গাজায় তৃতীয় শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার আল-বুরেইজ ক্যাম্পে হামলায় নিহত হয় অন্তত ২০ ফিলিস্তিনি। আহত হয় অনেকে। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে চলছে অভিযান।


গাজায় ভারী বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। উপত্যকাটিতে আবারও ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। জবাবে তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে গাজার আল কাশেম ব্রিগেড। তবে সেগুলো প্রতিহতের দাবি করেছে ইসরায়েল।


সোমবার গাজার উত্তর-পশ্চিমাঞ্চলে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়েছে। গাজার বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে ইসরায়েলি সেনারা দক্ষিণাঞ্চলে গুলি বন্ধ রাখার দাবি করলেও তাদের বোমাবর্ষণে বহু ফিলিস্তিনি নিহত হয়েছে।


গাজায় জর্ডান-চালিত একটি অস্থায়ী হাসপাতালে বিমান থেকে চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে।


এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি করেছে অনেক ইসরায়েলি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com