ক্রেমলিনে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে: রাশিয়া
প্রকাশ : ০৪ মে ২০২৩, ১৭:৫৪
ক্রেমলিনে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেনের ড্রোন হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছে মস্কো।


বৃহস্পতিবার (৪ মে) সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এমন অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।


তিনি বলেন, যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু ঠিক করছে, আর ইউক্রেন সেই পরিকল্পনা বাস্তবায়ন করছে।


রাশিয়ার ভাষ্য, পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন এই হামলার চেষ্টা করেছে। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন।


ক্রেমলিন বলেছে, এই হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার রাশিয়া রাখে। তবে এই প্রতিশোধ কী হতে পারে, তা তারা জানায়নি।


এদিকে কিছুদিন আগে রাশিয়া এইক্রেন দুই ডজনের বেশি কমব্যাক্ট ড্রোন হামলা চালায়। এছাড়া গত চারদিনের মধ্যে কিয়েভে তৃতীয়বারের মতো হামলা চালানো হয়। যার মধ্যে একটি বিশ্ববিদ্যালয় ক্যাসম্পাস এবং ওডিসা বন্দরও ছিল।


সূত্র : রয়টার্স


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com