শিরোনাম
মগবাজার ফ্লাইওভার নির্মাণে ব্যয় বাড়ল ২৭০ কোটি টাকা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৫১
মগবাজার ফ্লাইওভার নির্মাণে ব্যয় বাড়ল ২৭০ কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের নির্মাণব্যয় বাড়ছে ২৭০ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রস্তাবটির অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


বৈঠকে সভাপিতত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রামপুরা থেকে মালিবাগ মোড় হয়ে একটি অংশ রাজারবাগ পুলিশ লাইণ পর‌্যন্ত এবং অপর অংশটি শান্তিনগর মোড় পর‌্যন্ত চার লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ করা হবে। প্রকল্প নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১,২১৯ কোটি টাকা।


মগবাজার ফ্লাইওভার ছাড়াও বৈঠকে অনুমোদন দেয়া হয় মোট ১২টি ক্রয় প্রস্তাব। এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে চা শিল্পের উন্নয়ন পখ নকশা।


বিবার্তা/মৌসুমী


মগবাজার ফ্লাইওভার : ব্যয় বাড়ছে ২৭০ কোটি টাকা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com