নাটোরে ইসলামী ব্যাংক কানাইখালী শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় ডাকাত দল ব্যাংকের ভেতরে ব্যাপক ভাংচুর করলেও ব্যাংকের ভোল্ট ভাংতে না পারায় কোন লুটপাট হয়নি।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে শহরের কানাইখালী শাখায় এই ডাকাতির চেষ্টা করা হয়।
ইসলামী ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে পাঁচ-সাত জনের একদল ডাকাত শহরের কানাইখালী শাখায় অবস্থিত ইসলামী ব্যাংকের পিছনের একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাত দল ব্যাংকের সিকিউরিটি গার্ড নূরে আলম ও আব্দুর সাত্তারকে বেঁধে রেখে ভোল্ট ভাঙ্গার চেষ্টা করে। কিন্তু ভোল্ট ভাঙ্গতে ব্যর্থ হয়ে ডাকাত দল ব্যাংকের ভেতরে ব্যাপক ভাংচুর করে পালিয়ে যায়।
সকালে স্থানীয়রা ব্যাংকের পেছনের জালানা ভাঙ্গা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুই নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করে।
নাটোর সদর থানার ওসি মশিউর রহমান জানান, ডাকাতরা কোনো টাকা-পয়সা লুট করতে পারেনি। তবে ব্যাংকের সিসি ক্যামেরা ও কম্পিউটারের হার্ডডিক্স ভেঙে নিয়ে গেছে। জিজ্ঞাসবাদের জন্য দুই নিরাপত্তা রক্ষীকে আটক করা হয়েছে।
বিবার্তা/জুবায়ের/জিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]