শিরোনাম
প্রশংসায় ভাসছেন ‘গহীন বালুচর’র তারা তিনজন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ২০:৪৪
প্রশংসায় ভাসছেন ‘গহীন বালুচর’র তারা তিনজন
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

২০১৭ সালের শেষ চলচ্চিত্র হিসেবে গেলো ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটি। মুক্তির প্রথম দিন থেকেই যারাই চলচ্চিত্রটি হলে গিয়ে উপভোগ করছেন তারাই চলচ্চিত্রটির গল্প, নির্মাণ, গান এবং অভিনয়শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেন। তবে বিশেষত প্রশংসা পাচ্ছেন ‘গহীন বালুচর’র নতুন তিন মুখ নীলাঞ্জনা নীলা, তানভীর ও মুন। কারণ বদরুল আনাম সৌদ অনেকটা চ্যালেঞ্জ নিয়েই এই নতুন তিন মুখকে নিয়ে ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন।


চলচ্চিত্রটি উপভোগ করার পর হল থেকে বেরিয়ে এসে অভিনেতা লুৎফর রহমান জর্জ বলেন, ‘আমি বিস্মিত হয়ে গেলাম নীলা, তানভীর ও মুনের অভিনয় দেখে। কারণ তারা নতুন, তাই চলচ্চিত্রে তারা কতটা ভালো করতে পারবে তা নিয়ে আমার নিজের মধ্যেই দ্বিধা ছিলো। কিন্তু সৌদ এমনই একজন নির্মাতা ঠিকই তাদের কাছ থেকে অভিনয় বের করে আনতে পেরেছেন।’


অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে নতুন এক জোয়ার বইছে। সেই নুতন জোয়ারে নতুন তিনটি মুখ আমাদের আশার আলো দেখাচ্ছে।’


তৌকীর আহমেদ বলেন, ‘নতুন তিনজনই খুউব ভালো অভিনয় করেছে।’


বিপাশা হায়াত বলেন, ‘নতুনরা খুউব ভালো করেছে। তবে তাদের মনে রাখতে হবে সামনের সময়টা চ্যালেঞ্জের। আরো অধ্যাবসায়ী হয়ে এগিয়ে যেতে হবে।’


সুবর্ণা মুস্তাফা বলেন, ‘নীলা, মুন, তানভীর-তিনজনই মেধাবী শিল্পী। ইন্ডাস্ট্রি চাইলেই তাদের কাজে লাগাতে পারে।’


রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘ছোট ছোট বাচ্চা তিনটি ছেলে মেয়ে কী যে অসাধারণ অভিনয় করেছে, সত্যিই মুগ্ধ হয়ে গেলাম।’


গুনী নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘নীলা, তানভীর, মুন নতুন হলেও পাকা অভিনয়শিল্পীর মতোই অভিনয় করেছে। আমার মনে হয় তাদের ক্ষেত্রে অন্যকোন তিনজন সুপারস্টার আসলেও এরচেয়ে বেশি ভালো অভিনয় করতে পারতো না।’


‘গহীন বালুচর’র নীলা, তানভীর ও মুন’র প্রথম চলচ্চিত্র। নিজেদের জীবনের প্রথম চলচ্চিত্র দিয়েই দর্শকের মন জয় করে নিতে পারবেন এমন আশা তারা শুরুতে না করলেও দর্শকের কাছ থেকে প্রংশসা পেয়ে তারা বেশ উচ্ছসিত। তাই হলে হলে গিয়ে ‘গহীন বালুচর’ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন এই নতুন তিন অভিনয়শিল্পী। কারণ ‘গহীন বালুরচর’ বাংলাদেশের চলচ্চিত্র, এদেশের মা মাটির গল্পের চলচ্চিত্র, একটি মিষ্টি প্রেমের গল্পের চলচ্চিত্র। এর সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com