
সাদিয়া জাহান প্রভা একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু ব্যক্তিগত কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।
শনিবার এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
'জীবনে কোনোদিন মাদক সেবন করি নাই। টাকা বা কাজের বিনিময়ে কারো সাথে রাত কাটাই নাই। সজ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করি নাই।'
তিনি আরো লিখেছেন, 'আমি একটা স্বশিক্ষিত পরিবারের সন্তান। জীবনে অনেক বড় বড় পরীক্ষা দিয়েছি। কিন্তু হার মানিনি। কারণ আমি নির্দোষ। আমাকে নিয়ে ভ্রান্ত ধারণাগুলো বন্ধ করুন।'
'খুবই সাধারণ জীবন আমার। আজকে অনেক অসহায় হয়ে আমার নিজের জীবনের স্টেটমেন্ট দিলাম। বাঁচতে দিন আমাকে।'
সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে শোবিজ অঙ্গনে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক ও জুঁই।
এছাড়াও বহু জনপ্রিয় টেলিফিল্ম ও নাটকে অভিনয় করেছেন তিনি।
এর মধ্যে রয়েছে ইউ টার্ন, দুলহানিয়ার দিলওায়ালা, হার মানা হার, শাস্তি, এক্স ফ্যাক্টর ২, আমার বাবা, আশ্চর্য এক রাতের গল্প, ধুপ ছায়া, ফেরা, ঘাসফুল ও নদী, কাগজের ঘর, খুনসুটি, কুয়াশা, নীলাবতী, লস প্রজেক্ট, লাকি থার্টিন, মালকা বানুর লাভ স্টোরি, মানুষ, মনু মিয়ার মালকা বানু, নেভা দ্বীপ, পালিয়ে গিয়ে বিয়ে, পথ জানা নেই, পরশ পাথর, রাস্তা, পয়েন্ট থ্রী, রিয়া এখন রাজি, রুমালি, সোয়া সের, সুইসাইড, টি টোয়েন্টি, টোনা টুনির গল্প, ভালো থেকো ভালো রেখো, ভার্সন জেড, সিকান্দার বক্স এখন কক্সবাজারে, প্রণয়িনী।
বিবার্তা/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]