শিরোনাম
থার্ড আই এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘ভয়ংকর সুন্দর’
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৬
থার্ড আই এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘ভয়ংকর সুন্দর’
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসছে ২১শে ডিসেম্বর মুম্বাইয়ের রবীন্দ্র নাট্য মন্দিরে শুরু হচ্ছে ‘থার্ড আই এশিয়ান চলচ্চিত্র উৎসব’। ৯ দিনের উৎসবে ডাক পেয়েছে অনিমেষ আইচ পরিচালিত ছবি ‘ভয়ংকর সুন্দর’। বিষয়টি নিশ্চিত করেন ছবির পরিচালক নিজে।


অনিমেষ বলেন, এ উৎসবে আমি যোগ দিব। আর আমার পরিচালনায় ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি ২৪ ডিসেম্বর দেখানো হবে।


১৬তম বারের মতো আয়োজিত এ আয়োজনে বাংলাদেশ-ভারতসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ অংশ নেবে। বিশ্ব উষ্ণতা ও খাবার পানি সঙ্কট নিয়ে নির্মিত ‘ভয়ংকর সুন্দর’ আয়োজনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ছবিটি চলতি বছরই বাংলাদেশে মুক্তি পায়।



এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হয় ছোট পর্দার অভিনেত্রী ভাবনার। এর মধ্য দিয়েই প্রথমবার ঢাকার কোনো চলচ্চিত্রে নাম লেখান টালিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির এ ছবির মূল ভাবনা নেয়া হয়েছে মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ গল্প থেকে।


এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, এ্যালেন শুভ্র প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে স্কয়ার ফিল্ম কোম্পানি। এর সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।


মাহফুজ আহমেদ ও জয়া আহসান অভিনীত ‘জিরো ডিগ্রি’র পর এটি নির্মাতা অনিমেষ আইচের দ্বিতীয় ছবি। এ ছবিটি প্রযোজনাও করেছেন তিনি।


বিবার্তা/অভি/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com