শিরোনাম
প্রথমবার একসঙ্গে তারা তিনজন
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১২:৪৮
প্রথমবার একসঙ্গে তারা তিনজন
ছবি : আলিফ হোসেন রিফাত
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী নাবিলার মাধ্যমেই অভিনয়ে শার্লিন আফরোজের পথচলা সেই ২০১৪ সালে। বান্ধবীর হাত ধরে অভিনয়ের সাথে নিজের সম্পৃক্ত হওয়াটা সবসময়ই স্বীকার করেন শার্লিন আফরোজ। তবে শুরুতে অভিনয়টা পেশা হিসেবে না নিতে পারলেও এখন অভিনয়কেই পেশা হিসেবে দাবি করেন তিনি। যে কারণে এখন নিয়মিত ছোটপর্দায় কাজ করছেন তিনি।


শার্লিন এবারই প্রথম এই সময়ের গুণী অভিনেতা আফরান নিশো এবং দর্শকপ্রিয় অভিনেত্রী নওশাবার সঙ্গে একই নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘আটপৌরে জীবনের গান’। নাটকটি কবি আবুল হাসানের ‘যুগল সন্ধি’ কবিতা অবলম্বনে গল্পতে রূপান্তরিত করেছেন মাহমুদ দিদার এবং রচনা করেছেন মোহাম্মদ আলী।


গত শুক্রবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটিতে একজন পোস্টম্যান আফজালের চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো, সুতপা চরিত্রে শার্লিন এবং বিদিশা চরিত্রে অভিনয় করছেন নওশাবা।



নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘সবসময়ই আমি একটু ভিন্ন ধরনের গল্পে, চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে আগ্রহী। পোস্টম্যান চরিত্রটিও ঠিক তাই। মাহমুদ দিদার সবসময়ই তার কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। অনেক যত্ন নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করেন। এই নাটকের ক্ষেত্রেও তার সেই চেষ্টাটা আছে।’


নওশাবা বলেন, ‘একটু অন্যরকম গল্পের নাটক এটি। দর্শক আগ্রহ নিয়ে নাটকটি উপভোগ করবেন এটা আমি নিশ্চিত বলতে পারি। কারণ গৎবাঁধা কোনো নাটক নয় এটি। যে কারণে কাজটি বেশ আগ্রহ নিয়ে করছি।’


এদিকে, শার্লিন বলেন, ‘এরইমধ্যে ঈদে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। তবে এই নাটকটি আমার কাছে সত্যিই অন্যরকম লেগেছে। কারণ এটি আবুল হোসেনের কবিতা থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মাণ করা হচ্ছে। আমার চরিত্রটিও এককথায় চমৎকার। সবমিলিয়ে আমরা সবাই মিলে দর্শকদের একটি ভালো নাটক উপহার দেয়ার চেষ্টা করেছি। দর্শকের ভালোলাগলেই আমাদের শ্রম সার্থক।’


নির্মাতা মাহমুদ দিদার জানান, আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে ‘আটপৌরে জীবনের গান’ নাটকটি।


এদিকে ঈদ নাটকের সিডিউলের পাশাপাশি আফরান নিশোকে ধারাবাহিক নাটকের কাজেও ব্যস্ত থাকতে হচ্ছে। অভিনয়ে শার্লিনের পথচলা তানিম রহমান অংশুর নির্দেশনায় ‘হঠাৎ তোমার জন্য’ নাটকে তাহসানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে। নওশাবা আসছে ঈদ উপলক্ষ্যে বেশকিছু ভালো নাটকের কাজ করছেন। তবে ‘আটপৌরে জীবনের গান’টি অন্যতম।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com