শিরোনাম
১০০তম এপিসোডে ‘অচেনা’ কাপিল
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ১৫:৩৭
১০০তম এপিসোডে ‘অচেনা’ কাপিল
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

এত দিন সবাই জেনে এসেছে এক সময়ের অভিন্নহৃদয় সহকর্মী কাপিল শর্মা এবং সুনীল গ্রোভারের শত্রু হয়ে ওঠার কাহিনি। জেনেছে, কী ভাবে তারা মেতে উঠলেন একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ির খেলায়। কিন্তু ‘দা কাপিল শর্মা শো’-এর একশোতম এপিসোডে কাপিলের মুখেই শোনা গেল সেই প্রাক্তন সহকর্মী তথা বন্ধুর প্রতি কৃতজ্ঞতার সুর।


শো-এর একশোতম এপিসোডে কপিল যখন নিজের বক্তব্য রাখছেন, তখন যথেষ্ট আবেগপ্রণোদিত লাগছিল তাকে। তিনি বলেন, ‘আজ আমাদের একশোতম এপিসোড। আমি আমার দর্শকদের ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গেই যে সমস্ত সেলিব্রিটি- সে তারা ক্রীড়া জগতের হোন কিংবা বলিউডের, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের অন-স্টেজ টিম, ব্যাক স্টেজ টিমের প্রত্যেক সদস্য— যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই।’


কপিলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জল্পনা তুঙ্গে উঠেছে যে, ‘যারা আমাদের ছেড়ে চলে গেছেন’ বলতে সুনীলের দিকেই ইঙ্গিত করেছেন কাপিল। সেই সঙ্গে নাম না করে তুলেছেন চন্দন প্রভাকর এবং আলি আসগরের মতো প্রাক্তন সহকর্মীদের প্রসঙ্গও। চন্দন, আলিরাও সুনীলের পদাঙ্ক অনুসরণ করে কাপিল শর্মার শো ছেড়ে চলে গেছেন। কার্যত তাদের সকলকেই সেঞ্চুরি এপিসোডে ধন্যবাদ জানালেন কাপিল।


তার এই চেহারা অনেকের কাছেই অচেনা লেগেছে। এপিসোডে উপস্থিত ছিলেন শোয়ের অবিচ্ছেদ্য অঙ্গ নভজ্যোত সিংহ সিধুও। তিনিও এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দলের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার কথা বলেন। সিধুকে স্বভাবসিদ্ধ ভঙ্গীতে উপমা-সহকারে বলতে শোনা যায়, ‘ভগবানের দোহাই, এই ফুলের তোড়াকে ভেঙে পড়তে দেবেন না।’


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com