ক্যানসারের চিকিৎসার মধ্যেই অভিনয়ে ফিরছেন হিনা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৬
ক্যানসারের চিকিৎসার মধ্যেই অভিনয়ে ফিরছেন হিনা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ সিরিয়ালের সাড়া তোলা আকশারা অর্থাৎ অভিনেত্রী হিনা খান ‘লড়ছেন’ ক্যান্সারের সঙ্গে। শরীরে মারণব্যধি ধরা পড়ার পর থেকে নিজের চিকিৎসা নিয়ে যাবতীয় সব তথ্যই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ভারতীয় এই অভিনেত্রী। যোগ দিচ্ছেন নানা অনুষ্ঠানেও। এবার কাজে ফেরার খবর দিয়েছেন হিনা খান।


বলিউড লাইফ ডটকম জানিয়েছে, ওটিটির পর্দায় প্রত্যাবর্তন হচ্ছে অভিনেত্রীর। ‘গৃহলক্ষ্মী’ নামে এক ওয়েব সিরিজে হিনাকে পাওয়া যাবে।


নারীর টিকে থাকার লড়াইয়ের গল্প বলবে এই সিরিজ। হিনা ছাড়াও অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব।


কিছুদিন আগে ইনস্টাগ্রামে এক পোস্টে হিনা জানিয়েছেন, শেষ ১৫-২০ দিনের সফর তার কাছে অত্যন্ত ‘কঠিন ছিল’।


কতটা বিপত্তি গেছে, তার ব্যাখ্যায় হিনা লিখেছেন, “শারীরিক এবং মানসিকভাবে কঠিনতম। প্রতিকূলতা আসবে জানতাম। কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম, যাই হোক না কেন, মুখোমুখি দাঁড়াব। দরকার হলে আমার সবটুকু দেব। তাই করেছি।


“একটুও ভয় পাইনি। যে শারীরিক বাধা এবং যে মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা বলার মত নয়। কিন্তু হেরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না।”


কয়েক মাস আগে হিনা নিজেই জানিয়ে ছিলেন যে তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন।


ক্যানসারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট করেছিলেন হিনা। জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্তের সঙ্গে তার দেখা হয়েছে এবং তারাই সাহস জুগিয়েছেন বলে ভাষ্য অভিনেত্রীর।


তবে আত্মবিশ্বাস ধরে রাখতে বদ্ধপরিকর হিনা এই রোগের সঙ্গে মাঝেমধ্যে পেরে উঠছেন না।


কেমোর কারণে হিনার মাথার চুল আগেই ঝরে পড়েছে। সেটিও ভক্তদের দেখিয়েছেন হিনা। চোখের ভ্রুও ঝরেছে হিনার।


অভিনেত্রী আরও বলেছেন, এ সময়ে তিনি আশাহত না হয়ে ইতিবাচক থাকতে চান। কিছুদিন আগে সালমান শাহর সঞ্চালয়নায় ‘বিগ বস ১৮'র মঞ্চে দেখা গেছে হিনাকে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com