
ডিসেম্বরের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবনূর। নতুন একটি সিনেমার কাজে তার দেশে আসা। খবর রটেছিল চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজের বিপরীতে ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই নায়িকা।
কিন্তু এর কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও ‘রঙ্গনা’ ছবির মাধ্যমে নতুন বছরে ক্যামেরার সামনে আসছেন শাবনূর এটা নিশ্চিত ছিল।
অস্ট্রেলিয়া থাকাকালীন সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। এর আগে তিনি বেশ কিছু সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন। এটিই তার প্রথম সিনেমা।
একসময়কার ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর দু-বছর আগে বলেছিলেন, পছন্দসই চিত্রনাট্যের আশায় বসে আছেন তিনি। নায়িকার অপেক্ষা ফুরিয়েছে। পছন্দসই চিত্রনাট্য হাতে এসেছে তার।
৫ জানুয়ারি, শুক্রবার এলো ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিন ভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো হিজাবে মুখ ঢাকা, তার চোখে প্রতিশোধের আগুন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল এই নন্দিত অভিনেত্রী। যা দেখে মনে হচ্ছে তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর। তবে এ প্রসঙ্গে রহস্যে জিইয়ে রাখতে চাচ্ছেন নির্মাতা। তাই স্পষ্ট করে কিছুই জানান নি।
অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন সুপারস্টার শাবনূর।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]