ব্যক্তিগত খাতিরে অনেক কাজ করেছি, এখন ‘না’ বলা শিখেছি: পরীমনি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১০:৫৯
ব্যক্তিগত খাতিরে অনেক কাজ করেছি, এখন ‘না’ বলা শিখেছি: পরীমনি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

গ্ল্যামারকন্যা হিসেবে পরিচিতি চিত্রনায়িকা পরীমনি পুরোদস্তুর কমার্শিয়াল ঘরানা থেকে বের হয়ে তিনি দেখা দিয়েছেন ‘গুণিন’ ও ‘মা’র মতো গল্পনির্ভর ছবিতে। চরিত্রের সঙ্গে ন্যয়বিচারও করেছেন। গল্প-চরিত্রের গভীরতা মেপেই নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছেন এই নায়িকা। তার হাতে থাকা বর্তমান ছবিগুলো অন্তত সেই ইঙ্গিত দেয়।


যেমন এখন তিনি কাজ করছেন সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’ ছবিতে। পরিচালনায় রেজা ঘটক। শনিবার (২১ অক্টোবর) থেকে ছবিটির দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিচ্ছেন পরী। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় শুটিংয়ের ফাঁকেই নিজের চলমান ব্যস্ততা, ক্যারিয়ার গ্রাফ ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।


সিনেমার গল্প বাছাইয়ে এখন অনেকটাই সচেতন বলে জানান পরী। তার ভাষ্য, ‘আগে অনেক কাজ না ভেবেই করে ফেলতাম। কিংবা অনেক অনুরোধের ঢেঁকি গিলেছি, কাজের ক্ষেত্রেও। কেউ হয়তো বলল, ‘মা, একটু কাজটা করে দাও’; এরকম বহু কাজ করা হয়েছে। প্রফেশনের বাইরে গিয়ে ব্যক্তিগত খাতিরে কাজগুলো করে দিয়েছি। কিন্তু আমি এখন খুব ‘না’ বলা শিখেছি। এখন স্ট্রংলি ‘না’ বলতে পারি’।


এদিকে তানিম রহমান অংশুর পরিচালনায় ‘খেলা হবে’ নামের একটি ছবিতে অভিনয় করবেন পরীমনি। যেখানে তার সঙ্গে দেখা যাবে শবনম বুবলীকেও। এই প্রথম সময়ের জনপ্রিয় দুই নায়িকা একত্রে পর্দায় হাজির হবেন। এ বিষয়ে পরী বললেন, ‘অনেক আগে থেকেই মাল্টিকাস্টিং হয়। অনেক বড় বড় তারকা স্ক্রিন শেয়ার করেছেন। মাঝখানে হয়ত গ্যাপ; কিন্তু সেই গ্যাপ কেন হয়েছে আমি জানি না। ব্যক্তিগত রেষারেষি থেকে অনেক কিছু হয়। কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিতে সবার মধ্যে যোগাযোগটা অনেক ভালো। সেক্ষেত্রে বলবো, কোনো আর্টিস্টের সঙ্গে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। যদি কেউ যেচে এসে দ্বন্দ্ব না করে।


বোঝা গেলো, অহেতুক বিতর্ক-দ্বন্দ্ব নয়, আপাতত ঘর আর কাজ এই দুটোতে পূর্ণাঙ্গ মনোযোগ দিতে চান পরীমনি। ছেলে রাজ্যকে নিয়ে আসছেন ‘ডোডোর গল্প’র শুটিং সেটে। মাতৃত্বের দায়িত্বটা ঠিক রেখেই শট দিচ্ছেন ক্যামেরায়। এই ছবিতে তার সঙ্গে আছেন সাইমন সাদিক, আহসান হাবিব নাসিম প্রমুখ। জি সিরিজ প্রযোজিত ছবিটি চলতি বছরই মুক্তি পেতে পারে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com