শিরোনাম
বাংলাদেশের সিনেমা আইসিইউতে, এফডিসি সৎ মা : সোহেল রানা
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১০:৪৭
বাংলাদেশের সিনেমা আইসিইউতে, এফডিসি সৎ মা : সোহেল রানা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সিনেমা এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রয়েছে বলে মত দিয়েছেন ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো খ্যাত মাসুদ পারভেজ সোহেল রানা।


‘এফডিসিকে কখনো আপন মা হিসেবে দেখা হয়নি। সবসময় এফডিসিকে সৎ মায়ের মতো দেখা হয়েছে। এমতাবস্থায় সেখানে ভালো জিনিস আশা করবেন কীভাবে?’ সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।


চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে বলতে গিয়ে সোহেল রানা আরও বলেন, ‘আমি বাংলাদেশের সিনেমাতে কোনো পরিবর্তন দেখছি না। দুই-চারজন যারা আসছে তাদের সম্মান দেওয়া হচ্ছে না। সবাইকে নিয়ে দেখা যায় এমন ছবি দেখা যাচ্ছে না। কারণ, এখন ফ্যামিলিই তো নেই। স্ত্রীরা এখন এসেই বলছে আমি তোমাকে নিয়ে আলাদা ঘরে থাকব, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আগে ফ্যামিলির যে ঐতিহ্য ছিল তা এখন নেই। ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো ফ্যামিলিই তো নেই। সমাজ ব্যবস্থাটাই পরিবর্তন হয়ে গেছে।’


বর্ষীয়ান এ অভিনেতা মনে করেন, এফডিসিকেন্দ্রিক সমিতিগুলোতে যে কাজ হওয়ার কথা ছিল তা হচ্ছে না। সমিতিগুলো নামকাওয়াস্তে আছে। ছবি যদি তৈরি হতো তাহলে শিল্পী থাকত, তারা কাজ করত। সমিতির কাজ হচ্ছে পিতার মতো। পিতার ছায়ার মতো থাকে সমিতি। একটা কমবাইন্ড ফ্যামিলি। কেউ বিপদে-আপদে পড়লে তাদের সহযোগিতা করা সমিতির কাজ।


সমিতিতে নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে নেগেটিভ বিষয় নিয়ে বলেও মন্তব্য করেন সোহেল রানা। তার কথায়, ‘সমিতিগুলো যেভাবে থাকা দরকার সেভাবে নেই। ছবিও নেই। দেশে এখন খুবই কম ছবি হচ্ছে। সারা বছরে হাতে গোনা কিছু সংখ্যক ছবি হচ্ছে।’


উল্লেখ্য, সোহেল রানাকে আগামীতে দেখা যাবে ‘গোয়িং হোম’ সিনেমাতে। এটি পরিচালনা করেছেন তার ছেলে মাশরুর পারভেজ। ছবিটিতে অভিনয় করেছেন নির্মাতা মাশরুর পারভেজ, নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুকসহ আরও অনেকে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com