শীর্ষে বিটিএসের ‘টেক টু’
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১৮:২৬
শীর্ষে  বিটিএসের ‘টেক টু’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্পটিফাইয়ের তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বের বহুল জনপ্রিয় ব্যান্ড বিটিএসের নতুন গান ‘টেক টু’। শুধু তাই নয়, ইউটিউবের ট্রেন্ডিংয়েও রয়েছে গানটি।


শুক্রবার (৯ জুন) বিটিএসের দশম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে গানটি।


বিশ্বজুড়ে স্পটিফাইয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার শোনা ৫০ গানের তালিকার শীর্ষে উঠেছে ‘টেক টু’। প্রকাশের মাত্র দুই দিনের ব্যবধানে স্পটিফাইয়ে ৭০ লাখেরও বেশিবার শোনা হয়েছে গানটি।


অন্যদিকে, ইউটিউবে গানটির ভিডিও ৯০ লাখেরও বেশিবার দেখেছেন নেটিজেনরা। গানটি এখন ইউটিউবের ট্রেন্ডিংয়ের তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে থেকে নানান ভাষায় তিন লাখেরও বেশি মন্তব্য জমা পড়েছে।


গানটির প্রযোজনা করেছেন সুগা। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন আরএম ও জে-হোপ। তারা ছাড়াও বাকি সদস্যরাও গানের সঙ্গেই রয়েছেন। তবে বিটিএস থেকে সদস্যরা বিরতি নেওয়ার এক বছর পর দলীয় কোনো গানে সব সদস্যকে পাওয়া গেল।


জানা গেছে, ২০২২ সালের জুনে প্রকাশিত অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’-এ শেষবারের মতো পাওয়া গেছে বিটিএসকে। তবে একই মাসে জিমিন, জে-হোপরা একক ক্যারিয়ারে মনোযোগ দিতে বিটিএসের কার্যক্রম থেকে বিরতির ঘোষণা করেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com