'এরা শুধু ঘেউ ঘেউ করে', পাঠান প্রসঙ্গে রাজ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৫
'এরা শুধু ঘেউ ঘেউ করে', পাঠান প্রসঙ্গে রাজ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘পাঠান’–এর সাফল্যে ‘বলিউড বয়কট’ ধারা প্রসঙ্গে গেরুয়া শিবিরকে একহাত নিলেন প্রকাশ রাজ। 


দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। সোজাসাপটা কথা বলতেই পছন্দ করেন, বরাবরই মতপ্রকাশে অকুতভয়। 


পাঠান প্রসঙ্গ যখনই দেশে বয়কট-বিক্ষোভ-এর ডাক দিয়েছে গেরুয়া শিবিরের একাংশ, প্রতি বার সুর চড়িয়েছেন তিনি। অভিনেতার অভিযোগের আঙুল উঠল ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দিকেও।


শাহরুখের ছবি ‘পাঠান’ বয়কটের যে রব উঠেছিল, দেশে, তাঁদের প্রসঙ্গে প্রকাশ বলেন, ‘‘এরা শুধু ঘেউ ঘেউ করবে, কামড়াবে না।’’


সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ বলেন, ‘‘এরা পাঠান বয়কট করতে চেয়েছিল। ইতিমধ্যেই ৭০০ কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখের ছবি। এ দিকে এই মূর্খরা, যারা পাঠান নিষিদ্ধ করতে চেয়েছিল, তারা নরেন্দ্র মোদীর ছবিই ঠিক করে সফল করতে পারেনি। তাই এরা শুধুই ঘেউ ঘেউ করতে পারে। কামড়াতে আসবে না। খামোকা শব্দদূষণ।’’


পাশাপাশি ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী ছবিকে ও তাঁকেও তীব্র ভৎর্সনা করে প্রকাশ বলেন, ‘‘একেবারে নির্লজ্জ পরিচালক।‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ অত্যন্ত খারাপ একটা ছবি। ওর ছবি অস্কারের যোগ্য বলে যে দাবি করছেন, আমার প্রশ্ন অস্কার ওকে দিচ্ছে কে?’’


প্রকাশ জানান, তাঁর কাছে খবর আছে এই ধরনের প্রচারসর্বস্ব ছবি করার জন্য প্রায় ২০০০ হাজার কোটি টাকা নিয়োগ করা হয়েছে। তাঁর স্পষ্ট কথা, ‘‘এরা মানুষকে বোকা বানাতে পারে শুধু।’’


যদিও এই ছবি সাফল্যের পর ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘শিল্পীকে সব সময় সম্মান দেওয়া উচিত। তবে ছবি নির্মাণের ক্ষেত্রে প্রযোজক, পরিচালকদেরও সাবধানী হওয়া কাম্য। এমন কোনও ছবি বা দৃশ্য ব্যবহার করা উচিত নয়, যা সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করে।’’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com