শিক্ষা
জাবিতে সামাজিক ভাষাবিজ্ঞান বিষয়ক সেমিনার আগামীকাল
প্রকাশ : ২৮ মে ২০২৩, ২১:২৮
জাবিতে সামাজিক ভাষাবিজ্ঞান বিষয়ক সেমিনার আগামীকাল
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের আয়োজনে 'Variationist Sociolingusitics' শীর্ষক সামাজিক ভাষাবিজ্ঞান বিষয়ের উপর এক সেমিনার অনুষ্ঠিত হবে।


আগামীকাল (২৯ মে) দুপুর ২ টায় ইংরেজি বিভাগের ১০২ নং কক্ষে ইংরেজি বিভগের সভাপতি সহযোগী অধ্যাপক সাবেরা সুলতানার সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হবে।


সেমিনারে ভাষাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবেন জার্মান গবেষক কারোলা শ্মিট।


তিনি গত ২৪ মে 'বৈশ্বিক ইংরেজির কেন্দ্রসমূহঃ সমকালীন দক্ষিণ এশিয়ার ইংরেজি ভাষাসমূহের বিবর্তনের প্রায়োগিক বিশ্লেষণ' শীর্ষক গবেষণা প্রকল্প সম্পাদনের উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এসেছেন। তারই অংশ হিসেবে কাল এ সেমিনার অনুষ্ঠিত হবে। শ্মিট জার্মানির ইউস লীবিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধীনে ভাষাবিজ্ঞান বিষয়ে পিএইচডি গবেষক এবং প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।


সেমিনার সম্পর্কে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফাজ উদ্দীন বলেন, সেমিনারের বিষয়টি আমাদের ভাষাবিজ্ঞান কোর্সের সাথে সম্পর্কিত। ইংরেজি ভাষাটা যেহেতু সারাবিশ্বে চর্চা হয় তাই ইংরেজি ভাষার যে বৈচিত্র্য রয়েছে সে সম্পর্কে তিনি বিস্তারিত আলোকপাত করবেন। এশিয়া, ইউরোপ, আফ্রিকা সহ বিভিন্ন অঞ্চলে ভাষার যে বৈচিত্র্য রয়েছে সেসবের যে ধরণের গবেষণা রয়েছে তা তিনি তার বক্তব্যে তুলে ধরবেন। আর এ সেমিনারটি ইংরেজি বিভাগে অনুষ্ঠিত হলেও সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও সেমিনারের প্রশ্নত্তোর পর্ব থাকবে। আগ্রহী শিক্ষক-শিক্ষার্থীরা ভাষাবিজ্ঞানের উপর প্রশ্ন করতে পারবেন।


বিবার্তা/আয়েশা/সউদ/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com