শিরোনাম
উত্তরায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১৯:৩৫
উত্তরায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তরায় দরজা ভেঙে প্রায় ১০ ভরি সোনা, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা।


বৃহস্পতিবার দুপুরে দক্ষিণখান থানাধীন উত্তরা ২৪৫ নং বাসায় এ ঘটনা ঘটে। বিল্লাল ভূঁইয়া নামের এক ব্যক্তি ওই বাসার মালিক বলে জানা গেছে।


বিল্লাল মিয়ার বাসার ভাড়াটিয়া রোকন জানান, ঘরে তালা দিয়ে বেলা ১১টার দিকে তার স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে বাসা থেকে বের হন। দুপুর ২টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা। পরে বাসায় ঢুকে আলমারির দরজাও ভাঙা দেখতে পান।


তিনি আরো জানান, স্টিলের আলমারির দরজা ভেঙে প্রায় ১০ ভরি সোনা, নগদ টাকা, ঘড়ি এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোর। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।


সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণখান থানার ডিউটি অফিসার এসআই শহিদুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে মামলা নেয়া হবে বলে জানান তিনি।


বিবার্তা/খলিল/মাসুদ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com