শিরোনাম
চীন থেকে আসছে ক্যান্সারের নকল ওষুধ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৯
চীন থেকে আসছে ক্যান্সারের নকল ওষুধ
আটক নকল অষুধের ব্যবসায়ী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চীন থেকে বাংলাদেশে আনা হচ্ছে ক্যান্সারের নকল ওষুধ। আর ওইসব ওষুধ রাজধানীতে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম।


রাজধানীর সিআইডি কার্যালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর তাঁতিপাড়া এলাকা থেকে নকল ওষুধসহ তিন ব্যবসায়ী আটক করে সিআইডি। আটকরা হলেন- রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী (৪৬), নিখিল রাজ বংশী (৪৪) ও মো. সাঈদ। তাদের কাছ থেকে এন্টি ক্যান্সার ড্রাগসহ বিপুল পরিমাণ বিদেশি নকল ওষুধ উদ্ধার করা হয়েছে।


তিনি আরো জানান, আটকরা প্রায় সময় চীনে যাতায়াত করতেন। সেখানে গিয়ে চাহিদামত তারা নকল ওষুধ অর্ডার দিতেন। পরে কৌশলে বৈদ্যুতিক সামগ্রীর আড়ালে কিছু অসাধু কাস্টম কর্মকর্তার সহায়তায় সেই সব ওষুধ দেশে নিয়ে আসতেন।



আটকদের কাছ থেকে তিন ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে জানিয়ে সিআইডি ওই কর্মকর্তা বলেন, প্রায় ৪০ হাজার ওষুধের পাতা বস্তায় করে একটি বাসায় রাখা হয়েছিল। সেখান থেকে সিআইডি এসব জব্দ করে।


মোল্লা নজরুল ইসলাম জানান, আটকরা চীন থেকে ওষুধ এনে গোডাইনে রাখে। পরে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে বিভিন্ন বাজারে ছড়িয়ে দেয়া হতো। তাদের সহযোগিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/খলিল/কাফী


>>রাজধানীতে নকল ঔষধসহ দুই ব্যবসায়ী আটক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com