শিরোনাম
শাহজালালে ৫০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১
প্রকাশ : ২৪ মার্চ ২০১৭, ১১:০২
শাহজালালে ৫০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ মো. মহিউদ্দিন মিয়া (৪২) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। জব্দ স্বর্ণের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। শুক্রবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।


আটক মহিউদ্দিন শুক্রবার সকাল ৭টায় কুয়ালালামপুর থেকে আসা ইউএস-বাংলার একটি বিমানে শাহজালালে অবতরণ করেন। তার পাসপোর্ট নম্বর বিএইচ০৯৫৪৩৫৫। কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন বদরপুর বাজারের রসুলপুর গ্রামে বাড়ি মহিউদ্দিনের।


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, সকাল ৭টায় কুয়ালালামপুর থেকে শাহজালালে অবতরণ করেন মহিউদ্দিন। পরে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। এক পর্যায়ে তার দেহ তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়।


তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন জানান ৫০ হাজার টাকার বিনিময়ে তিনি এই স্বর্ণ বহন করছিলেন। মালয়েশিয়ায় তিনি প্লাস্টিক কারখানায় কাজ করেন। গত দু’বছরে তিনি ৪ বার বিদেশ ভ্রমণ করেছেন। জব্দ স্বর্ণের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলছে।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com