
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ তুলনামূলক কম। এই অবস্থা আগামীকাল সকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় আগামীকাল (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গ্যাসের চাপ না থাকার তথ্য জানা গেছে।
খিলগাঁওয়ের বাসিন্দা রায়হান রহমান বলেন, প্রতিদিন সকালে নাস্তা করে সবাই বাসা থেকে কাজে বের হয়। আজকে গ্যাসের চাপ না থাকায় বিপাকে পড়তে হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]