
রাজধানীররামপুরার ত্রিমোহিনী এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, সড়কের পাশে একটি এলপি গ্যাসের গুদামের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রাখা ছিল। হঠাৎ দুর্বৃত্তরা ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে রামপুরা থানা পুলিশ।
তবে কে বা কারা ট্রাকটিতে আগুন দিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
এদিকে, আগুন লাগার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে আগুন নেভানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]