চাপা আতঙ্কে ফাঁকা রাজধানীর প্রধান সড়ক, সতর্ক আইনশৃ্ঙ্খলা বাহিনী
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৫
চাপা আতঙ্কে ফাঁকা রাজধানীর প্রধান সড়ক, সতর্ক আইনশৃ্ঙ্খলা বাহিনী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীতে বিরাজ করছে চাপা আতঙ্ক। এতে প্রধান প্রধান সড়কগুলো দেখা গেছে প্রায় ফাঁকা। কোথাও যানজটও দেখা যায়নি। স্বল্প পরিবহনে কর্মজীবী মানুষ ছুটছে নিজ নিজ কর্মস্থলে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃ্ঙ্খলা বাহিনী।


জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে আজ (১৩ নভেম্বর)। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন পরিবহনগুলোতে চলছে তল্লাশি কার্যক্রম।


ফার্মগেটে দায়িত্বরত পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের এসআই মফিদুল জানান, আমাদের টিম ভোর ৫টা থেকে ফার্মগেট এলাকায় অবস্থান করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো সংঘর্ষ, অগ্নিকাণ্ড বা মিছিলের খবর পাইনি। পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে।


সকালের দিকেই রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ। কর্মজীবী মানুষ ছুটছে নিজ নিজ কর্মস্থলে।


কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁয়ের সামনে দায়িত্বরত হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রাসেল বলেন, আমরা সন্দেহভাজন পরিবহনগুলো চেক করছি, নাশকতার কোনো সরঞ্জাম আছে কি না তা নিশ্চিত হতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পাইনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com