
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যৌথবাহিনীর অভিযানে ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রামের একটি বাড়ির পাশে খড়কুটোর মধ্য থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মন্ডলতোলা গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে রিয়াজ উদ্দিনের বাড়ি পাশে খড়কুটোর মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ১২ টি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার ককটেলগুলো হরিণাকুণ্ডু থানায় জমা দেওয়া হয়েছে। সবগুলো ককটেল তাজা অবস্থায় পাওয়া গেছে বলে জানান তিনি।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, গত রাতে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা ১২ টি ককটেল হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্প থানায় জমা দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে পরবর্তীতে এগুলো নিষ্ক্রিয় করা হবে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]