
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় আরসিসি সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও নিয়ম অনুসরণ না করায় এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ হয়ে গেছে। কাজ পুনরায় শুরু না হওয়ায় গুরুত্বপূর্ণ সড়কটিতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনসাধারণ।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির–আঠালিয়া সড়কে, মান্নান মোল্লার বাড়ি থেকে দুলাল মাদবরের বাড়ি পর্যন্ত। প্রকল্পটির ঠিকাদারি দায়িত্বে রয়েছেন, হানিফ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দা রাজিব ও মামুন হোসেন জানান, প্রায় ২০০ মিটার আরসিসি ঢালাই কাজে ইটের ওপর ব্লক না বসিয়ে বালুর ওপর সরাসরি রড বিছানো হয়। এছাড়া সিমেন্টের পরিমাণ কম দিয়ে ইটের খোয়া বেশি ব্যবহার করে তাড়াহুড়ো করে ঢালাই করা হচ্ছিল। বিষয়টি নজরে এলে এলাকাবাসী কাজ বন্ধ করে দেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখেই সাইট ত্যাগ করেন।
সরেজমিনে স্থানীয় ইউপি সদস্য মো. সানোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢালাইয়ের কাজে স্পষ্ট অনিয়ম হয়েছে। নির্ধারিত মান ও নিয়ম অনুসরণ করা হয়নি। কাজের যে অংশ সম্পন্ন করা হয়েছে, তা ভেঙে পুনরায় নির্মাণের কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। এছাড়া প্রকল্পস্থলে নির্মাণ ব্যয়সহ প্রয়োজনীয় তথ্যসংবলিত কোনো সাইনবোর্ডও দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশাচালক জানান, কাজ অসম্পূর্ণ থাকায় রড বিছানো রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হাসান কাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করলেও ঢালাইয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, প্রকল্পটির নির্মাণ ব্যয় প্রায় ২৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিংগাইর উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ভূইয়া বলেন, কাজ পুরোপুরি নিম্নমানের হয়নি। তবে একটি স্থানে কিছু সমস্যা দেখা দেওয়ায় কাজ সাময়িকভাবে বন্ধ ছিল। অবশিষ্ট কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।
বিবার্তা/হাবিবুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]