
বগুড়ার নন্দীগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তন ও কাজী আব্দুল ওয়াজেদ বালিকা (পাইলট) উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ৫৩ জন প্রিজাইডিং অফিসার, ৩০৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৬১৭ জন পোলিং অফিসার ও ৪৮ জন অতিরিক্ত ভোটগ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করেন। ২০ জন প্রশিক্ষক এ প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন।
প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপণি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. শাহাদত হোসেন, পিপিএম এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো.ফজলুল করিম।
এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা নির্বাচন অফিসার মো.তাজুল ইসলাম ও নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]