স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে ইসলামের বাক্স ছিনিয়ে নিয়ে গেছে: পীর চরমোনাই
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২২:০৭
স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে ইসলামের বাক্স ছিনিয়ে নিয়ে গেছে: পীর চরমোনাই
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীনের ৫৪ বছর পেরিয়ে গেলেও সে আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। এই দেশ একবার দুই বার নয় তামাম দুনিয়ায় চোরের দিক থেকে ৫ বার ফাস্ট হয়েছে। যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচলনায় হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। এদের পরিচালনায় এদেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করা হয়েছে। এদের পরিচালনায় বিদেশিদের তাবেদারী করা হয়েছে।


সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের রৌমারী উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।


পীর চরমোনাই বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যখন এদেশ নতুন করে স্বাধীন হল এই স্বাধীনতার পরে দেশকে গঠন করার একটি সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগানোর জন্য আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেয়ার জন্য। সেই পরিবেশ তৈরি হওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বক্স ছিনিয়ে নিয়ে গেল। এরপর তারা বলল, যে প্রচলিত নিয়মে দেশ চলছিল সেই প্রচলিত নিয়মে আবার দেশ চলবে। যদি প্রচলিত নিয়মে দেশ সুন্দর হয় তাহলে ৫৪ বছরে কেন হল না।


তিনি বলেন, জামায়াতের নেতারা বলে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে। কিন্তু কোন নীতি আদর্শে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে সেটা জাতি জানতে চায়। আমরা তো ইসলামের নিয়ম নীতি আদর্শে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী নিয়ম নীতি ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না।


তিনি আরও বলেন, ইসলামের স্বার্থ, দেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা একত্রে পথ চলা শুরু করার পর যখন সেই স্বার্থ বিলীন হয়ে গেল তখন আমরা একা হয়ে গেলাম। কিন্তু আমরা একা হই নাই আমাদের সাথে আল্লাহ রয়েছে।
এসময় কুড়িগ্রাম-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com