
গাজীপুরে মহানগরীর পূবাইল এলাকায় ট্রেনের সামনে দাঁড়িয়ে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে।সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হাফেজা খাতুন মালা (৩৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে এবং তার মেয়ে তাবাসসুম (৮) ও তার ছেলে মারুফ (৫) নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মা হাফেজা খাতুন তার দুই শিশু সন্তানদের নিয়ে গাজীপুর মহানগরীর পূবাইল রেলক্রসিং এলাকায় বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাম্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামীমি তিতাস এক্সপ্রেস ট্রেনটি পূবাইল রেলক্রসিং এলাকা পৌঁছালে হাফেজা বেগম তার দুই সন্তানের হাত ধরে ট্রেন লাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। রেলক্রসিংয়ের গেটম্যান চিৎকার করে তাদের সরে যেতে বলেলেও ওই নারী দুই সন্তানের হাত ধরে রেললাইনে দাঁড়ি থাকে। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
বিবার্তা/তুহিন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]