রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রতিপক্ষ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:২৯
রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রতিপক্ষ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী
রাজবাড়ী প্রতিরিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ী- ২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে মোট ৯ জন সংসদ সদস্য প্রার্থী অংশ নিলেও ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। ভোটের মাঠের প্রচার-প্রচারণা ও মিছিল মিটিংয়েও সক্রিয় এই দুই প্রার্থীর নেতাকর্মীরা। প্রতিনিয়ত প্রার্থী ও কর্মী সমর্থকরা ছুটে বেড়াচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।


এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, অন্যদিকে দল থেকে মনোনয়ন বঞ্চিত বহিষ্কৃত বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু (কলস)।


অন্যদিকে এ আসনে ২০২৪ এর ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর থেকে সাংগঠনিকভাবে সক্রিয় হয় জামায়াতে ইসলামী। দল থেকে জেলা জামায়াতে ইসলামী সাংগঠনিক সেক্রেটারির মো. হারুন অর রশীদ কে মনোনীত করা হলেও শেষ সময়ে এসে শরিক দলকে ছেড়ে দিতে হয়েছে আসনটি। তবে রাজনীতিতে নতুন মুখ হওয়ায় ১০ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জামিল হিযাজী (শাপলা কলি) ভোটের মাঠে সুবিধা করতে পারছে না।


এ আসনের অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী শফিউ আজম খান (লাঙ্গল), গণ অধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ (ট্রাক),
সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল (ছড়ি),ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ আব্দুল মালেক (হাতপাখা), খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম (দেওয়ালঘড়ি), স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা (ফুটবল)।


এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ সকাল থেকে রাত প্রযন্ত নির্বাচনী এলাকার প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। সেই সাথে উঠান-বৈঠক, কর্মী সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। সে সব স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি তিনি


অন্যদিকে বিএনপির মনোনয়ন বঞ্চিত বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু দীর্ঘদিন ধরে অসুস্থ। ফলে প্রচার-প্রচারণা তেমন উপস্থিত না থাকলেও একমাত্র মেয়ে ফারজানা হক অনি বাবার দুর্দিনের সহযোদ্ধাদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।


এ বিষয়ে পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুরাদ বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন,প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির রাজনীতি করি। এই দল করতে গিয়ে হামলা-মামলা জেল-জুলুমের শিকার হইছি।কখনো দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করি নাই।তবে দল এবার যোগ্য প্রার্থী মনোনীত করতে ব্যর্থ হয়েছে।তৃণমূল বিএনপি'র ভোটারদের সমর্থন নেওয়া হয়নি। তাই এই আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: নাসিরুল হক সাবু ভাইয়ের (কলস প্রতীক) জন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমরা আশাবাদী ২০০১ সালের নির্বাচনের মত এবারও সাবু ভাই বিপুল ভোটে বিজয়ী হবেন।


অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের দাবী যারা দলের থেকে ব্যক্তি স্বার্থ বড় দেখে তারাই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করছে। তবে সেই সংখ্যা অতি নগণ্য। অনেকেই ভুল বুঝতে পেরে ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছে। তবে বিএনপির সাধারণ ভোটাররা ধানের শীষের বাইরে ভোট দেবে না।এই আসনে বিপুল ভোটে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ বিজয়ী হবেন।


তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল। ফলে এই দলকে ভাঙতে দীর্ঘ ১৭ বছর এমন কোন কাজ নাই যে আওয়ামী লীগ করে নাই।তারপরও এই দল আওয়ামী লীগের কাছে মাথানত করে নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে এক তৃতীয়াংশ আসনে নিরঙ্কুশ বিজয় লাভ করবে। এককভাবে সরকার গঠন করবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের উন্নয়নে কাজ করবে বিএনপি।


এ আসনের সাধারণ ভোটাররা মনে করে এবার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত ৩টি নির্বাচনে ভোট দিতে না পারলেও এবার নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারবেন। তরুণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে নানা সমীকরণ থাকলেও প্রবীণদের মধ্যে দীর্ঘদিনের পরিচিত প্রতীকের প্রতি আকর্ষণ বেশি রয়েছে।


গত ২২ জানুয়ারি থেকে দিনে ও রাতে এই আসনের গুরুত্বপূর্ণ বাজার গুলোতে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ভোটার আকৃষ্ট করতে শান্তিপূর্ণ মিছিল বের করে। গত ২৫ জানুয়ারি প্রথমবারের মতো বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর কলস মার্কার মিছিল বেড় হয় পাংশা শহরে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com