ক্ষমতায় গেলে কৃষি ভিত্তিক শিল্পায়ন করতে চাই : মির্জা ফখরুল
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:০২
ক্ষমতায় গেলে কৃষি ভিত্তিক শিল্পায়ন করতে চাই : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমাদের দেশের কৃষি এখনো সঠিক ভাবে হয়নি। আমাদের জেলার কৃষকরা সবচেয়ে বেশি অসহায়। আমরা ক্ষমতায় গেলে কৃষি ভিত্তিক শিল্পায়ন করতে চাই বলে মন্তব্য করেছেন,


সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে বেগুনবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ি বাজার এলাকায় নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, ‘বয়স ৭৯ হলেও সাহস আছে জনগণের জন্য কাজ করার। ছাত্রদের তাড়া খেয়ে শেখ হাসিনা পালাইছে। নেতাকর্মীরা এখন বিপদে। যারা পালায় তাদের আমরা চাই না। অনেক ছাত্রের রক্তের বিনিময়ে আমরা ভোট দেয়ার অধিকার পেয়েছি।’


কৃষি নিয়ে তিনি বলেন, আমাদের দেশের কৃষি এখনো সঠিক ভাবে হয়নি। আমাদের জেলার কৃষকরা সবচেয়ে বেশি অসহায়। আমরা ক্ষমতায় গেলে কৃষি ভিত্তিক শিল্পায়ন করতে চাই।


বিএনপি নেতা বলেন, শুধু বিএ পাস করলেই হবে না। টেকনিক্যাল ট্রেনিং নাও, বিদেশে ভুরিভুড়ি চাকরি অপেক্ষা করছে।


নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ধানের শীষ মার্কার লিফলেট বিতরণসহ দেশ ও এলাকার সার্বিক উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন ভোটারদের।


সোমবার আরো বেশ কয়েকটি গণসংযোগে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com