রাজশাহীর সাড়ে ৫ হাজার ভোট কেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২১:১৯
রাজশাহীর সাড়ে ৫ হাজার ভোট কেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিভাগের আট জেলার ৩৯টি সংসদীয় আসনে মোট ভোটার ১ কোটি ৫৪ লাখ ১০৩ জন। এসব ভোটার ৫ হাজার ৫০৪টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। পুলিশের সর্বশেষ মূল্যায়নে এসব কেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।


বিভাগীয় নির্বাচন কার্যালয় জানায়, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। আর ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো দায়িত্ব পালন করবে।


রাজশাহী রেঞ্জ পুলিশের সূত্র মতে, মোট ৫,৫০৪টি কেন্দ্রের মধ্যে ২,৭৮৬টি ঝুঁকিপূর্ণ এবং ১,৩০৭টি আংশিক ঝুঁকিপূর্ণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। অতীতে এসব কেন্দ্রে সহিংসতা ও আইনশৃঙ্খলাজনিত ঘটনার রেকর্ড রয়েছে। ভোটের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী আগাম প্রস্তুতি নিচ্ছে।


এ বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মো. শাহজাহান পিপিএম বলেন, বিভাগের আট জেলায় পুলিশের মোট জনবল ১১ হাজারের কিছু বেশি। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সমন্বিত ফোর্স মোতায়েন থাকবে। ভোটের আগের দিন পর্যন্ত কেন্দ্রভিত্তিক ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


জেলা অনুযায়ী তথ্য অনুযায়ী-
বগুড়ার সাতটি আসনে ৯৮৩ কেন্দ্রের মধ্যে ৫০১টি ঝুঁকিপূর্ণ।
রাজশাহীর ছয়টি আসনে ৭৭৮ কেন্দ্রের মধ্যে ৪৩৯টি ঝুঁকিপূর্ণ।
চাঁপাইনবাবগঞ্জে ৫১৫ কেন্দ্রের মধ্যে ৩৪২টি ঝুঁকিপূর্ণ।
নাটোরে ৭৮০ কেন্দ্রের মধ্যে ১৯২টি ঝুঁকিপূর্ণ।
নওগাঁয় ৭৮২ কেন্দ্রের মধ্যে ৩৬৪টি ঝুঁকিপূর্ণ।
সিরাজগঞ্জে ৯২৩ কেন্দ্রের মধ্যে ৪৬২টি ঝুঁকিপূর্ণ।
পাবনায় ৭১২ কেন্দ্রের মধ্যে ২৬৯টি ঝুঁকিপূর্ণ।
জয়পুরহাটে ২৫৫ কেন্দ্রের মধ্যে ১৭৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।


বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, কেন্দ্রগুলোর অতীত রেকর্ড, বর্তমান পরিস্থিতি ও দুর্গমতা বিবেচনায় ঝুঁকি নিরূপণ করা হয়। এসব কেন্দ্রকে আমরা ‘গুরুত্বপূর্ণ কেন্দ্র’ হিসেবে বিবেচনা করছি। ঝুঁকি কমিয়ে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ চলছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com