
বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আকরাম হোসেন (৩৮) নামের এক এক্সক্যাভেটরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে নাটোরের সিংড়া উপজেলা সদরের আরশেদ আলীর ছেলে। অবৈধভাবে কৃষি জমিতে মাটি কর্তনের অভিযোগে এ জরিমানা করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদিঘী গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৌদিঘী গ্রামে অনুমোদন ছাড়াই কৃষি জমিতে মাটি কর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অবৈধভাবে মাটি কর্তনের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক্সক্যাভেটরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও জমির মালিককে পাওয়া যায়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কর্তন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]