
কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিন তিনবারের নির্বাচিত ইউপি সদস্য দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করা ওই নেতার নাম মো. ঈমান আলী। তিনি নয়ারহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ইউপি সদস্য।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের মাধ্যমে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সকল ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বিবৃতিতে মো. ঈমান আলী জানান, তিনি বিগত প্রায় ৮ বছর ধরে নয়ারহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এলাকার উন্নয়ন এবং স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে তিনি এই দলে যোগ দিয়েছিলেন। তবে বর্তমানে ব্যক্তিগত ও শারীরিক কারণ এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে তিনি নিজের ভুল উপলব্ধি করতে পেরেছেন। এর প্রেক্ষিতে তিনি দলটির সাধারণ সম্পাদক পদসহ সকল স্তরের সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, আমি কারো চাপে পড়ে নয়, বরং সম্পূর্ণ স্বেচ্ছায় এই পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি শারীরিকভাবে অসুস্থ এবং বর্তমানে আমার পারিবারিক কিছু সমস্যা রয়েছে। আজ থেকে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে আমি সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।
ইতোমধ্যেই পদত্যাগপত্রের কপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, মো. ঈমান আলী খেরুয়ার চর এলাকার মৃত আরজান ব্যাপারী ও মৃত কমলা খাতুনের পুত্র। তিনি বর্তমানে নয়ারহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।
বিবার্তা/রাফি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]